প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘ইপ ম্যান’ এবং ‘ট্রিপল এক্স : রিটার্ন অফ য্যান্ডার কেইজ’ খ্যাত অভিনেতা-নির্মাতা ডনি ইয়েন চ্যাড স্টালেস্কির পরিচালনায় কিয়ানু রিভসের অভিনয়ে নির্মিতব্য চতুর্থ ‘জন উইক’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য যোগ দিয়েছেন। ইয়েন লায়ন্সগেটের ফিল্মটিতে জন উইকের পুরনো এক বন্ধুর ভূমিকায় অভিনয় করবেন। একটি সংবাদ সূত্র জানিয়েছে- দুই বন্ধুর অতীতে বেশ মিল আছে এছাড়া তাদের অভিন্ন শত্রু থাকবে। মার্শাল আর্টসে দক্ষ এই অভিনেতা প্রাচ্যের বড় একজন অ্যাকশন তারকা। নতুন এই ফিল্মের কাহিনী লিখেছেন মাইকেল ফিঞ্চ এবং শে হ্যাটেন। প্রযোজনা করছেন বাসিল আইওয়ানিক, এরিকা লি এবং স্টালেস্কি। নির্বাহী প্রযোজনায় আছেন রিভস এবং লুইস রসনার। ফ্রান্স, জার্মানি এবং জাপানে চলচ্চিত্রায়ন শুরু হবে এই বছরই। ‘ফ্র্যাঞ্চাইজে ডনি ইয়েনকে পেয়ে আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি। নতুন এই চরিত্রে তাকে নিয়ে কাজ শুরু করার অপেক্ষায় আছি,’ স্টালেস্কি বলেন। স্টালেস্কি সিরিজের ‘জন উইক’ (২০১৪), ‘জন উইক :চ্যাপ্টার টু’ (২০১৭) এবং ‘জন উইক :চ্যাপ্টার থ্রি প্যারাবেলাম’ (২০১৯) পর্ব তিনটিই পরিচালনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।