Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২ আহত ১৫

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জে চাকা পাংচার হয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কদমপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয়দের সহযোগিতায় মুকসুদপুর উপজেলা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা উদ্ধার করে মুকসুদপুর ও ফরিদপুর হাসপাতালে পাঠিয়েছেন। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম মারুফ খান, ওসি আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, নড়াইল থেকে ছেড়ে আসা মাওয়াগামী খানজাহান আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নং নাটোর ব-১৩) ঘটনাস্থলে পৌঁছালে চাকা পাংচার হয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। আহত হয় আরো ১৫ বাস যাত্রী। নিহত ২ জনের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২ আহত ১৫
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ