রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা
গোপালগঞ্জে চাকা পাংচার হয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কদমপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয়দের সহযোগিতায় মুকসুদপুর উপজেলা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা উদ্ধার করে মুকসুদপুর ও ফরিদপুর হাসপাতালে পাঠিয়েছেন। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম মারুফ খান, ওসি আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, নড়াইল থেকে ছেড়ে আসা মাওয়াগামী খানজাহান আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নং নাটোর ব-১৩) ঘটনাস্থলে পৌঁছালে চাকা পাংচার হয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। আহত হয় আরো ১৫ বাস যাত্রী। নিহত ২ জনের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।