Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সিলেটে করোনায় মারা গেলেন আরোও ৩ জন, আক্রান্ত ৫৮

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ৬:৪৬ পিএম

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় প্রাণ হারিয়েছেন ৩জন। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫৮জন। আর সুস্থ হয়েছেন ৬৮জন। আজ রোববার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৮জন। নতুন শনাক্তদের ৩৪ জনই সিলেটের বাসিন্দা। এরমধ্যে সুনামগঞ্জ ৪ জন, হবিগঞ্জ ৮ জন এবং ১২ জন মৌলভীবাজারের। এনিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ হাজার ৯৮ জন। এর মধ্যে সিলেট ১৫৫ হাজার ১৮১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৩৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৫২৫ জন ও ২ হাজার ৫৫৬ জন মৌলভীবাজারে। একই সময়ে সিলেটে ৬৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের ৬৪ জনই সিলেট জেলার এবং ৪ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা রয়েছেন। এ নিয়ে বিভাগে এ পর্যন্ত ২১ হাজার ৬৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট ১৪ হাজার ৪৯৫ জন, সুনামগঞ্জের ২ হাজার ৭৩৪ জন, হবিগঞ্জের ২ হাজার ৭৬ জন এবং ২ হাজার ৩৪১ জন মৌলভীবাজার। এদিকে সিলেট বিভাগে এ পর্যন্ত ৪২০ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট সর্বোচ্চ ৩৪২ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং ৩০ জন মৌলভীবাজার। করোনাভাইরাসে আক্রান্ত ২৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২১৩ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২ জন, হবিগঞ্জের হাসপাতালে ১০ ও ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন মৌলভীবাজারের হাসপাতালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ