রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পটুয়াখালী জেলা সংবাদদাতা
পটুয়াখালীর বাউফলের গত রোববার নগরহাট ও নয়াবাজারে জিয়ার স্বাধীনতা পদক প্রত্যাহার, খালেদা জিয়ার নামে মামলা ও দলীয় নেতাকর্মীদর বিরুদ্ধে হামলা-মামলার প্রতিবাদে পৃথক দুটি পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সাবেক ছাত্রদল নেতা ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. আনিসুর রহমান আনিস বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে বাকশাল ভেঙে আ.লীগকে পুনরুদ্ধারসহ সকল দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, তাই দেশ নায়ক শহীদ জিয়াউর রহমানকে সকল দলের কা-ারি বলতে হবে। তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণকারী রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বর্তমান আ.লীগ সরকার হীনমণ্যতার পরিচয় দিয়ে তাদের পূর্বের বাকশালী আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। কোন ষড়যন্ত্রের মাধ্যমে জিয়ার নাম মুছে ফেলা যাবে না, জনগণ এদেশের মাটিতেই এর জবাব দেবে। পথসভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা অধ্যক্ষ কাজী নাসির, শাহজাহান হাওলাদার, আনোয়ার হোসেন, ইসমাইল মৃধা, রফিক মেম্বার, ছাত্রদল নেতা ইমরান হোসেন, সুজন মৃধা, রাসেল প্রমুখ। এর আগে সকাল ১১টায় বাউফলের বিলবিলাস, নগরেরহাট, নয়াবাজার ও আদাবাড়িয়া ইউনিয়নে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।