Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

ঢাকার সাভারে ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা মোহাম্মদ সিদ্দিককে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে একটি মামলা দায়ের করা হয়েছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস জানান, পৌর এলাকার বক্তাপুর মহল্লায় সিদ্দিকের বাড়ির ভাড়াটিয়া ৭ম শ্রেণীর ছাত্রীকে গত সোমবার বিকালে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে বাড়িওয়ালা। পরে সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা প্রথমে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বাড়িওয়ালা সিদ্দিক। পরে গতকাল মঙ্গলবার সকালে সাভারে ব্যাংকটাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই শিক্ষার্থীর বাবা জানায়, সোমবার সকালে তিনি ও তার স্ত্রী কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে চলে যায়। আর এরই সুযোগে ওই বাড়ির মালিক তার মেয়েকে একা পেয়ে কাপড় দিয়ে মুখ বেঁধে তার কক্ষে নিয়ে যায়। এরপর তার উপর পাশবিক নির্যাতন করে। সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফিরে ঘটনাটি জানতে পারি বলেন তিনি। এ বিষয়ে এসআই তন্ময় বলেন, মঙ্গলবার দুপুরে মেয়েটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মেয়েটিকে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ