Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিদেশ যাত্রীদের করোনা শনাক্তকরণ পরীক্ষা এখন থেকে আর্মি স্টেডিয়ামে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ৩:০৯ পিএম

এখন থেকে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা আর্মি স্টেডিয়ামে হবে। ফলে বিদেশগামীদের এখন থেকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে ভিড় না করে আর্মি স্টেডিয়ামে যাওযার অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড বুলেটিনে এ তথ্য জানান মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন।
রোবেদ আমিন বলেন, 'ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে না গিয়ে বিদেশগামীরা আর্মি স্টেডিয়ামে সরাসরি যাবেন, সেখানে আরটি-পিসিআর টেস্টের ব্যবস্থা করা হয়েছে'।
তিনি আরো বলেন, 'অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, ইদানিং কিছু দালাল শ্রেণির মানুষ টাকার বিনিময়ে বিদেশগামীদের ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট দিচ্ছে। তাই বিদেশগামী সবাইকে দালালদের টাকা পয়সা না দিতে বলা হচ্ছে। এ ধরণের কোন আর্থিক লেনদেনের দায়ভার স্বাস্থ্য অধিদপ্তর নেবে না'।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ