Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আচমকাই বিয়ে করলেন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ১২:০০ এএম

অভিনেত্রী ইয়ামি গৌতম ব্যক্তিগত জীবনে লোকচক্ষুর আড়ালে থাকতেই পছন্দ করেন। এ জন্যেই তার প্রেমের খবর কেউই টের পাননি। ঠিক তেমনি আগে জানা যায়নি তার বিয়ের কথা।
গত শুক্রবার ইয়ামির খবরে আচমকাই সবার চোখ কপালে উঠেছে। তিনি হঠাৎ করেই নিজের বিয়ের ছবি শেয়ার করেছেন। পাত্র কে? অভিনেত্রীর জীবনসাথী আদিত্য ধর। ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির পরিচালক। গত শুক্রবার তার সঙ্গেই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখলেন বিখ্যাত কবি রুমির কবিতা। লিখলেন, তোমার আলোয় আমি ভালবাসতে শিখলাম। পরিজনদের আশীর্বাদ নিয়ে বিয়ে করলাম। আমরা একে অপরের একেবারেই ব্যক্তিগত। তাই এই খুশির মুহূর্ত পরিজনদের সঙ্গে উদযাপন করলাম। আর এই বিশেষ মুহূর্তে আমরা সকলের আশীর্বাদ এবং শুভকামনা চাই।

জীবনের বিশেষ মুহূর্তের ছবি শেয়ারের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নবদম্পতি। দিয়া মির্জা, বাণী কাপুরসহ বলিউড মহলের অনেকেই তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
‘ভিকি ডোনার’ ছবি দিয়ে বলিউডে পথচলা শুরু ইয়ামির। আয়ুষ্মান খুরানার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাকে। একের পর এক ছবিতে দেখা গেছে ইয়ামিকে। সেই সূত্রেই ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির পরিচালক আদিত্যর সঙ্গে বন্ধুত্ব। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।
ইয়ামি গৌতম-আদিত্য ধর এক সময় একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তবে ইয়ামি ব্যক্তিগত জীবনকে কখনোই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতে দেননি। তাই তো তার সম্পর্কের কথা জানতে পারেননি কেউই। বিয়ের খবরও নিজে থেকে না জানালে হয়তো ঘুণাক্ষরেও টের পেতেন না অনুরাগীরা। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া।



 

Show all comments
  • Md. Jahirul Islam ৬ জুন, ২০২১, ২:২০ এএম says : 0
    বিয়েতো আচামকাই হয়। তবে তারকাদের কথা ভিন্ন।
    Total Reply(0) Reply
  • মোঃ নাজমুল ইসলাম ৬ জুন, ২০২১, ২:২০ এএম says : 0
    নতুন জীবন সুখি হোক।
    Total Reply(0) Reply
  • তোফাজ্জল হোসেন ৬ জুন, ২০২১, ২:২১ এএম says : 0
    সংসার এখন কতদিন টিকে সেটাই দেখা যাক।
    Total Reply(0) Reply
  • রুকাইয়া খাতুন ৬ জুন, ২০২১, ২:২১ এএম says : 0
    ভালো কাজ করেছেন। নতুন জীবন সুখের হোক।
    Total Reply(0) Reply
  • মোঃ+দুলাল+মিয়া ৬ জুন, ২০২১, ৭:০৩ এএম says : 0
    বর্তমানে নায়ক নায়িকারা ছাড়া ও অনেক ছেলে মেয়েরা করনার কারনে চিন্তায় পড়ে গেছে যদি করনার কারনে মরে যাই দুনিয়ার সব কিছু শেষ অন্তত বিয়েটি করে ফেলি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ