Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাবিপ্রবি অধ্যাপকের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক

শাবিপ্রবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুন, ২০২১, ৮:৪১ পিএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শনিবার (৫ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করেন উপাচার্য। তিনি বলেন, অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমানের পিতার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারকে এই শোক কাটিয়ে উঠার শক্তি দান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ