প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
টিভি ব্যক্তিত্ব সায়মন কাওয়েল ‘দ্য এক্স ফ্যাক্টর ইসরায়েল’ অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন না করা সিদ্ধান্ত নিয়েছেন। গত ডিসেম্বরে ৬১ বছর বয়সী মিউজিক মোগল কাওয়েল সঙ্গীত নিয়ে রিয়েলিটি শোটির ইসরায়েলি সংস্করণে চতুর্থ সিজনে বিচারক হিসেবে অংশ নেবার জন্য চুক্তিবদ্ধ হন। কয়েকদিন আগে ‘দ্য এক্স ফ্যাক্টর ইসরায়েল’ প্রযোজক রেশেত জানায় মূল ‘দ্য এক্স ফ্যাক্টর’ স্রষ্টা কাওয়েল তার ‘নিজস্ব কারণে’ অনুষ্ঠানটিতে দায়িত্ব পালন বাতিল করেছেন। ইসরায়েলি টিভি নেটওয়ার্ক জানায় গাজাকে কেন্দ্র করে ইসরায়েল আর হামাসের সংঘর্ষ নিয়ে যৌক্তিক উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বারবার অনুরোধের পরও কাওয়েলের মুখপাত্র কোনও মন্তব্য করতে রাজি হয়নি। গত বছর এক বাইক দুর্ঘটনায় আহত হয়ে কাওয়েল দীর্ঘদিন হাসপাতালে কাটিয়েছেন, এখনও তিনি সেরে ওঠেননি। লিরন ওয়াইজম্যান ‘দ্য এক্স ফ্যাক্টর ইসরায়েল’ উপস্থাপনা করবেন, এই গ্রীষ্মেই শুটিং শুরু হবে। বিচারকের দায়িত্ব পালন করবেন গায়িকা মার্গালিত তজান’আনি, গায়ক গীতিকার আভিভ গেফেন এবং গায়িকা নেত্তা বার্জিলাই। কাওয়েলের প্রস্থানে শূন্য চতুর্থ বিচারক এখনও নির্ধারিত হয়নি। কাওয়েল বর্তমানে ‘অ্যামেরিকা’জ গট ট্যালেন্ট’ অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।