বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনীর ফুলগাজী উপজেলার তারাকুচা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক ৩ নারীর একজনের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। তারা ২০ মে তারিখে আটক হওয়ার পর থেকে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ারেন্টিনে রয়েছেন।
ফেনীস্থ ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আব্দুর রহিম জানান, ২০ মে ফেনীর ফুলগাজী উপজেলার তারাকুচা সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ঢাকার মিরপুর এলাকার মোছা. নুর জাহান আক্তার (২৩), ঢাকার সাভারের চামরা গ্রামের মোছা. সেলিনা আক্তার (২৪), চট্টগ্রামের পেকুয়া থানার নাপিতখালি গ্রামের মোছা. খালেদা আক্তার (২২)কে আটক করে ফুলগাজী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়।
আটককৃতদের ভাষ্যমতে তারা ২০ এপ্রিল যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে লকডাউনে আটকা পড়েন। পরে ভারতীয় লোকের সহযোগীতায় ফুলগাজী সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে বিজিবি হাতে আটক হন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনএন নুরুজ্জামান মনি জানান, বিজিবির হাতে আটক কৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর আদালত তাদেরকে কোয়ারেন্টাইন নিশ্চিত করার নির্দেশ দেন। পরে তারা জামিন পেলেও কোয়ারেন্টিন শেষ হওয়ার পর মুক্তি দিতে আদালত আদেশজারী করেন। আটকের পর থেকে তারা ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহারায় কোয়ারেন্টিনে রয়েছেন। বৃহস্পতিবার তাদের কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ছিলো। কিন্তুু একজনের করোনা পজেটিভ আসায় তাদেরকে মুক্তি দেয়া যাচ্ছেনা।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক জানান, ভারত ফেরত ওই তিন নারীর থেকে প্রথম দুই সপ্তাহে নেয়া নমুনায় করোনা নেগেটিভ ছিলো। কোয়ারেন্টিনের শেষ দিন বৃহস্পতিবার (৩ জুন) সংগৃহিত নমুনায় একজনের পজেটিভ আসায় তাদেরকে মুক্তি দেয়া হয়নি। তিনি জানান, করোনার উপস্থিতি নিশ্চিত হওয়া ওই নারীর মাঝে এখন পর্যন্ত কোন উপসর্গ দেখা যাচ্ছেনা। আজ শনিবার (৫ জুন) পূনরায় তাদের থেকে চতুর্থবার করোনা পরীক্ষার নমুনা নিয়ে পরীক্ষাগারে পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।