মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনে বিস্ময়কর গতিতে দৈনিক গড়ে ১ কোটি ৯০ লাখ লোককে টিকা দেওয়া হচ্ছে। সাত দিনের টিকাদানের গড় হিসাব থেকে এই তথ্য জানা গেছে। ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা’ নামে একটি অনলাইন রিসার্চ সাইটের বরাত দিয়ে অ্যাসোসিয়েট প্রেস (এপি) এ কথা জানিয়েছে।
এপির প্রতিবেদনে বলা হয়, ‘এই টিকাদানের অর্থ দাঁড়ায়- ইতালির প্রত্যেকের জন্য প্রতি তিন দিনে একটি ডোজ প্রদান। চীনের এক-তৃতীয়াংশ জনসংখ্যার যুক্তরাষ্ট্রে এপ্রিলে এই দৈনিক টিকাদানের সংখ্যা ৩.৪ মিলিয়ন ডোজ।’
বিশ্বব্যাপী চীনের টিকা সরবরাহের সংখ্যা ১৯০ কোটির প্রায় এক-তৃতীয়াংশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়,বাণিজ্যিক কোম্পানি, স্কুল এবং স্থানীয় সরকারসহ সকল স্তর থেকে টিকা নেওয়ার আহ্বানে টিকা গ্রহণের এই গতি বৃদ্ধি পেয়েছে। এতে আরও বলা হয়, চীন তার ‘স্প্রিং স্প্রাউট’ প্রোগ্রামের মাধ্যমে পাঁচ লাখ বিদেশি নাগরিককে টিকা দিয়েছে। সূত্র : এপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।