বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিশ্চিত করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে আরো দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ জুন) সকালে ও ভোরে এরা মারা গেছেন।
এর মধ্যে নিশ্চিত করোনায় মারা গেছেন - আয়েশা খাতুন (৬৭ )। তিনি শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের মতলেব গাজীর স্ত্রী । ১ জুন হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। আজ ভোরে তিনি মারা যান।
একই উপসর্গ নিয়ে আজ ভোররাতে ভর্তি হয়েছিলেন,শ্যামনগরের কৈখালী গ্রামের আহাদ আলী গাজীর ছেলে শামসুর রহমান (৩৫)। তিনি সকালে মারা যান। এই ব্যাক্তির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা: হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আজকের দুজনের মৃত্যু নিয়ে সাতক্ষীরা মেডিকেলে করোনায় আক্রান্ত্রে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। আর করোনার উপসর্গ নিয়ে মৃতের সংখা হলো ১৭৬ জন।
উল্লেখ্য, সাতক্ষীরায় করোনায় আক্রান্ত্র ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় আজ থেকে আগামী এক সপ্তাহ কঠোর লকডাউন শুরু হয়েছে । গত ৩ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৈঠক শেষে এই লকডাউন ঘোষনা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।