Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নোয়াখালীতে করোনায় মারা গেলেন আরও একজন, মোট মৃত্যু ১২৩

একদিনে শনাক্ত আরও ১১৪

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুন, ২০২১, ১২:২৮ পিএম

সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১২৩জন। এদিকে গত ২৪ঘন্টায় ৩২৮টি নমুনা পরীক্ষা করে ১১৪জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার শতকরা ৩৪দশমিক ৭৬। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৮হাজার ৯৭২জন। সুস্থ্য হয়েছে ৬হাজার ৭৭০ রোগী।

শুক্রবার সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন, নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, গত ২৪ঘন্টায় জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১১৪জন। যার মধ্যে সদর উপজেলায় ৭৮জন। এ উপজেলায় আশংকাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। গত এক সপ্তাতে সদর উপজেলার নোয়াখালী পৌর এলাকায় প্রায় অর্ধশতাধিক বাড়ী লকডাউন করা হয়েছে। সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জেলায় মোট আইসোলেশনে রয়েছেন ২০৩৪জন রোগী। আর শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসাধীন রয়েছেন ৪৭জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ