মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অনেক সময় বিভিন্ন পাথরের কিছু অংশ সোনার মতো চকচক করে। বেশ কিছু মানুষ আছেন, যারা এই ধরনের পাথর যতœ করে রাখেন। কিন্তু অনেকেই জানেন না, পাথরের গায়ে চকচকে এই বস্তুগুলি আসলে কী? এগুলি কি সত্যিই সোনা? এগুলিকে গোল্ড ভেইন বা সোনার শিরাও বলা হয়। বিজ্ঞানীরা রীতিমতো গবেষণার পর আবিষ্কার করেছেন, ঠিক কীভাবে পাথরে এই সোনার রেখার দেখা মেলে।
নতুন গবেষণায় দেখা গিয়েছে, পাথরগুলির মধ্যে পাওয়া এই সোনার রেখাগুলি সোনার ন্যানো পার্টিকেলগুলি দিয়ে গঠিত। এগুলি অত্যন্ত মূল্যবান। এমনকি কপাল ভালো থাকলে পাথরে থাকা এই ন্যানো পার্টিকেল কোনও সাধারণ মানুষকেও ধনী বানিয়ে দিতে পারে। বিজ্ঞানীদের বক্তব্য, পৃথিবীর অভ্যন্তরে থাকা গরম লাভা সোনাকে পুরোপুরি গলাতে পারে না। কিছু সোনা কিছুটা অগলিত অবস্থাতেই থেকে যায়। পরে গরম তরল পৃথিবী পৃষ্ঠে পৌঁছে পাথর তৈরি করে। আসলে এই পাথরের মধ্যে বিভিন্ন ধরণের ধাতু রয়েছে। সোনাও এর মধ্যে একটি। মার্কিন গবেষকদের করা একটি রিপোর্ট মোতাবেক, পাথরের এই রেখাগুলি সোনার ন্যানো পার্টিকেল দিয়ে তৈরি। খননকারীদের কাছে এই সোনার রেখার পাথর স্বপ্নে পাওয়া জিনিস। কারণ, বাজারে এই পাথরের বিরাট চাহিদা রয়েছে। সাধারণ সোনার তুলনায় পাথরে পাওয়া এই সোনার দামও বেশি। সূত্র : লাইভ সায়েন্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।