পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় বাজেটে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ১শ’৫৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। বিগত অর্থ বছরে এই বরাদ্দ ছিলো ১২১ কোটি টাকা। স্বশাসিত স্বাধীন এ প্রতিষ্ঠানটির জন্য ৩৮ কোটি টাকা বাড়িয়ে ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। এবারের বাজেটের মূল প্রতিপাদ্য ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’। আওয়ামীলীগের তৃতীয় মেয়াদের তৃতীয় অর্থবছরের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। পেশকৃত বাজেটে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে দুর্নীতি দমন কমিশনের বরাদ্দ ছিল ১০৬ কোটি টাকা। যার মধ্যে পরিচালন হিসেবে ধরা হয়েছিলো ১০২ কোটি টাকা। উন্নয়ন হিসেবে ৪ কোটি টাকা। অপরদিকে ২০২০-২১ অর্থবছরে বরাদ্দ দেয়া হয় ১শ’ ৫০ কোটি টাকা। এর মধ্যে পরিচালন হিসেবে ধরা হয ১২৫ কোটি টাকা। উন্নয়ন ব্যয় ছিল ২৫ কোটি টাকা। কিন্তু সংশোধিত বাজেটে দুদকের জন্য বরাদ্দ করা হয় ১২১ কোটি টাকা।
অন্যদিকে ২০২১-২২ সালের বাজেটে দুদকের পরিচালন হিসেবে ধরা হয়েছে ১৩৮ কোটি টাকা। উন্নযন ব্যয় হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২১ কোটি টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।