বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনার পাথরঘাটায় ২০ কেজি হরিণের মাংসসহ গোলাম সরোয়ার হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) ভোরে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানীর বলেশ্বর নদীর পাড় থেকে তাকে আটক করা হয়।
আটক গোলাম সরোয়ার হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গী ইউনুস হাওলাদার, ছগির চৌকিদার ও ফিরোজ হাওলাদার পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
আটক গোলাম সরোয়ার জানায়, ৩দিন আগে তাকে ইউনুস ও ছগির বাবুর্চি হিসেবে ট্রলারে কাজ করার জন্য নদীতে মাছ শিকার করতে নিয়ে যায়। পরে সুন্দরবনের পাশে ট্রলারসহ তাকে রেখে ইউনুস, ছগির ও ফিরোজ ৪টি হরিণ শিকার করে নিয়ে আসে। এ বিষয়ে কিছুই জানেন না বলেও জানান তিনি।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাথরঘাটা থানার এসআই (উপ-পরিদর্শক) আলী দক্ষিণ চরদুয়ানী এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার সেলিম মৃধার স' মিলের (করাতকল) পাশ থেকে গোলাম সরোয়ারকে আটক করে বস্তা ভর্তি ২০ কেজি হরিণের মাংস জব্দ করেন। এসময় তার সঙ্গী ইউনুস, ছগির ও ফিরোজ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান, আটক গোলাম সরোয়ারের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।