Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিবহন সংকট : ভাড়া নিচ্ছে ইচ্ছেমত

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মক্ষেত্র থেকে নানান ঝক্কি-ঝামেলা পোহায়ে গ্রামের বাড়িতে আসা মানুষ কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছে। ঈদের ৬ দিনের টানা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে কর্মজীবী মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হয়ে মাগুরা বাস টার্মিনালে পরিবহন সংকটের কবলে পড়ছে। কোন রকমে অতিরিক্ত ভাড়া দিয়ে পরিবহনে জায়গা করতে পারলেও দৌলতদিয়া ফেরী ঘাটে যেয়ে ঘণ্টার পর ঘণ্টা ফেরীর জন্য পড়ে থাকতে হচ্ছে।
আর ১১-১২ ঘণ্টা ফেরী ঘাটে পরিবার-পরিজন নিয়ে যারপরনয় দুর্ভোগের সম্মুখীন হয়ে ঈদের আনন্দ তাদের কাছে নিরানন্দের কারণ হয়ে দেখা দিয়েছে। মাগুরা বাস টার্মিনালে পরিবহন সংকটের কারণে পরিবার-পরিজন নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফাঁকা জায়গায় রোদ-বৃষ্টি উপেক্ষা করে ছোট ছোট শিশুদের নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পরিবহন সংকটের সুযোগ নিয়ে একশ্রেণীর বাসমালিক তাদের লক্কর মার্কা বাস লাইনে দিয়ে অধীক ভাড়া আদায় করে যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিচ্ছে।
এ সব বাস মালিকদের কাছে জিম্মি হয়ে যাত্রীরা একদিকে ভাড়া গুনছে ২-৩ গুণ তারপর বসার জায়গা না পেয়ে বাসের ছাদে বা সারা পথ দাড়িয়ে কর্মক্ষেত্রে ফিরতে বাধ্য হচ্ছে। পরিবহন সংকটের সুযোগে একশ্রেনীর কিছু ব্যক্তি ভাঙাচোরা বাস ভাড়া করে রাস্তায় নামিয়ে তাতে যাত্রীদের উঠতে বাধ্য করছে। আর লুটে নিচ্ছে অতিরিক্ত অর্থ।
অসহায় যাত্রীরা তাদের কাছে জিম্মি হয়ে নিদারুণ কষ্ট স্বীকার করে গন্তব্যস্থলে যেতে বাধ্য হচ্ছে। ঈদের শেষে গত তিন-চার দিন ধরে এ দুর্ভোগ চলছে মাগুরা বাস টার্মিনালে। জনগণের এ দুর্ভোগ দেখার কেউ নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবহন সংকট : ভাড়া নিচ্ছে ইচ্ছেমত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ