বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুর জেলা সংবাদদাতা : শেরপুরের পুলিশ লাইনে কর্তব্যরত পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পুলিশ লাইনের অদুরে পূর্ব শেরীর রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির পাশে তার লাশ পাওয়া যায়। কি কারণে তার মৃত্যু বা খুন এ বিষয়ে কিছুই নিশ্চিত করে বলছে না পুলিশ।
তবে বেলা আড়াইটার দিকে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম জানান, নিহত রাকিবের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে কেউ তাকে খুন করে সেখানে ফেলে রেখে যেতে পারে। কি কারণে কেন এ খুনÑ এ রহস্য এখনও জানা যায়নি।
নিহত পুলিশ কনস্টেবলের বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার শৈলকুড়িয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। সে ২০১৫ সালে ১৫ নভেম্বর চাকরিতে যোগদান করে শেরপুর পুলিশ লাইনে কর্মরত রয়েছে।
পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মিনু বেগম নামের এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশের ময়মনসিংহ বিভাগীয় কমিশনার আক্কাছ আলী ম-ল ও পুলিশ সুপার মেহেদুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।