বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : সিলেটে ছিনতাই সিন্ডিকেটের দুই প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে নগরীর টিলাগড় ও ঘাসিটুলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহেদ ওরফে সোর্স শাহেদ (৩৫) সিলেট নগরীর ঘাসিটুলার বাসিন্দা ও মোহাম্মদ আলী (২৫) সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ইসাকপুরের আব্দুন নুরের পুত্র। এর আগে মোহাম্দ আলী সিলেট শহরতলী বালুচর এলাকায় থাকতো। গ্রেফতারকৃতরা কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তাদের শেল্টারে থেকে সিলেট নগরীতে পুরুষ ও মহিলা ছিনতাইকারী সিন্ডিকেট পরিচালনা করে আসছে। গত দুই ঈদে তারা ভাড়ায় মহিলা চোর ও ছিনতাইকারী নিয়োগ দিয়ে অনেককে সর্বশ্বান্ত করে ছাড়ে। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী একটি মামলায় সাজাপ্রাপ্ত। তাকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যমতে ছিনতাইকারী সিন্ডিকেট প্রধান শাহেদকেও গ্রেফতার করা হয়। শাহেদ ও মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন মহিলা ছিনতাইকারী সিন্ডিকেট সদস্যদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হচ্ছে, কমলা,সুমি,পপি,অঞ্জনা, শ্যামলী, সেলিনা, মমতা, মাফিনি, শাহীনা,শানু,আয়েশা। এদের কয়েকজন গত রমজানের ঈদে ছিনতাইকালে হাতেনাতে ধরা পড়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।