বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : মির্জাপুর উপজেলা সদরে বংশাই নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে হাজার হাজার জনতার ভিড় জমে। সোমবার বিকেলে মির্জাপুর পৗরসভা ও পাশ্ববর্তী লতিফপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই নৌকা বাইচের আয়োজন করা হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় মির্জাপুর উপজেলা ছাড়াও পাশ্ববর্তী বাসাইল, নাগরপুর, দেলদুয়ার, কালিহাতি ও গাজীপুরের কালিয়াকৈর থেকে সরঙা (ছিপ নৌকা) নৌকা নিয়ে অংশ গ্রহণ করেন। দুপুরের পর থেকেই দূরদূরান্ত থেকে হাজার হাজার নারী পুরুষ বংশাই নদী তীরে জমায়েত হন। বিকেল চারটায় বাইচ প্রতিযোগিতা শুরু হয়। এতে এ উপজেলার বুধুরীপাড়া, গোড়াইল, বাসাইলের ফুলকী, নাগরপুর এবং গাজীপুরের কালিয়াকৈর থেকে প্রতিযোগিরা বড় বড় ছিপ নৌকা নিয়ে অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বাসাইলের ফুলকীর সোনারতরী ও দ্বিতীয় স্থান অধিকার করে মির্জাপুরের বুধিরপাড়া ছিপ নৌকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।