Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইগাতীর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন সাময়িক বরখাস্ত

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ৮:৪৪ পিএম

দুর্নীতির অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১ জুন মঙ্গলবার সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ এসেছে বলে জানা গেছে।

আদেশে উল্লেখ্য করা হয়েছে, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৫নং ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন চান, ইউনিয়ন পরিষদ মাঠে বালু ভরাট প্রকল্পের ৭৪,৯৩৬ টাকা, ইউনিয়ন পরিষদের আসবাবপত্র সরবরাহ প্রকল্পের ১,৪০,০০০ টাকা, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ল্যাট্রিন সরবরাহ প্রকল্পের ২,০০,০০০ টাকা প্রকল্প সভাপতিকে অগোচরে রেখে টাকা উত্তোলন করে নামমাত্র ৪৫,০০০ টাকার মালামাল নিজে ক্রয় করে বাকী ১,৫৫,০০০ টাকা, স্টেডিয়ামের পিছনে পশ্চিম দিকে রাজ্জাক মাস্টারের পুকুরপাড় পর্যন্ত মাটি ভরাট প্রকল্পের ২৯,০০০ টাকা, ইউনিয়ন পরিষদ ভবনের নিচে ফ্লোর নির্মাণ প্রকল্পের ২৪,০০০ টাকা এবং সুরিহাড়া ভবানী খিলা রাস্তায় সুরুজ মিয়ার বাড়ীর সামনে ৩৭ মিটার লম্বা কাঠের ব্রিজ নির্মাণ প্রকল্পের ১,২০,০০০ টাকা আত্মসাৎ এর অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁনকে তাঁর স্বায়ী পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়।



 

Show all comments
  • মোঃ জাকির হোসেন ২৬ জুলাই, ২০২১, ২:৪১ পিএম says : 0
    আমি চাকরি করতে চায়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেরপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ