প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন লিটু আনাম। বেশ কয়েক বছর ধরে ব্যবসায়িক কারণে তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। মাঝে মাঝে অভিনয় করলেও নিয়মিত ছিলেন না। ব্যবসায়িক ব্যস্ততার মধ্যেই তিনি একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে ফিরেছেন। তার স্ত্রী হৃদি হকের পরিচালনাধীন অনুদানের সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমায় অভিনয় করছেন। স¤প্রতি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এতে তিনি অভিনেত্রী তারিনের বিপরীতে অভিনয় করেছেন। লিটু আনাম বলেন, ব্যক্তিগত নানা ব্যস্ততায় এতদিন অভিনয় থেকে দূরে ছিলাম। মুক্তিযুদ্ধের এই সিনেমায় অভিনয় করে ভালো লেগেছে। অভিনয়ের পাশাপাশি এর শিল্প নির্দেশনাও আমি দিচ্ছি। তিনি জানান, সিনেমায় সাঈদ চরিত্রে অভিনয় করছেন তিনি। হৃদি হক বলেন, আমরা কিছুদিন আগেই সিনেমার তৃতীয় লটের শুটিং শেষ করেছি। আর দুটি লটের শুটিং করতে হবে। আশা করি, কয়েক মাসের মধ্যেই এর দৃশ্যধারণ শেষ করতে পারব। গল্প প্রসঙ্গে তিনি বলেন, সিনেমায় একটি পরিবারের গল্প থাকছে। যেখানে তিন ভাইসহ পরিবারের অন্য সদস্যদের যুদ্ধদিনের নানা বিষয় উঠে আসবে। এই তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন লিটু আনাম, ফেরদৌস ও সজল। এছাড়া অভিনয় করেছেন মামুনুর রশীদ, আতাউর রহমান, জয়ন্ত চট্টোপাধ্যায়, গীতশ্রী দত্ত, শিল্পী সরকার অপু, সাজু খাদেম, সানজিদা প্রীতি, আনিসুর রহমান মিলন, অর্ষা, মৌসুমী হামিদসহ আরও অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।