প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : শুরু হচ্ছে জাতীয় নাট্যোৎসব ২০১৬। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত এবারের উৎসবের সেøাগান ‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’। নাট্যোৎসবে সহযোগিতা করছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রাজধানী সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং নাটক স্মরণীর (বেইলী রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে ২৪ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই উৎসব চলবে। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হবে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ফেডারেশানের সভাপতি লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রামেন্দু মজুমদার ও আতাউর রহমান। স্বাগত বক্তব্য রাখবেন ফেডারেশানের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান। উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে— হবিগঞ্জের জীবন সংকেত নাট্যদলের প্রযোজনা জ্যোতিসংহিতা, সিরাজগঞ্জের নাট্যলোক প্রযোজনা নারী নসিমন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।