Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সঙ্গীত জীবনের অর্ধশতক পূর্তিতে রুনা লায়লাকে নিয়ে উৎসব

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এ বছর প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার সঙ্গীতজীবনের অর্ধশতক পূর্ণ হয়েছে। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে তাকে নিয়ে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। অনুষ্ঠানে রুনা তার জীবনের জনপ্রিয় গান পরিবেশন করবেন। গত ১৬ সেপ্টেম্বর পূর্ব লন্ডনে বরেণ্য এ শিল্পীর উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছে আয়োজক সংগঠন ইউকে ডক্টর শেফ লিমিটেড। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, সঙ্গীত সন্ধ্যা থেকে সংগৃহীত অর্থ মানবকল্যাণে ব্যয় করার জন্য চ্যারিটি সংস্থাকে দেয়া হবে। ইউকে ডক্টর শেফ লিমিটেডের পরিচালক ডা. অর্পিতা রায়ের পরিচালনায় সংবাদ সম্মেলনে রুনা লায়লা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে মিডিয়া পার্টনার এটিএন বাংলার সিইও হাফিজ আলম বকস ও চ্যানেল এস-এর ফারহান মাসুদ খানসহ বিভিন্ন দেশের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ষাটের দশকে বাংলা চলচ্চিত্রের গানে প্রথম কণ্ঠ দেন রুনা লায়লা। তিনি প্রথম প্লেব্যাক করেছিলেন উর্দু সিনেমা জুগনুতে। তারপর অসংখ্য সিনেমায় তিনি গান করেন। তার গানের সংখ্যা দশ হাজারের বেশি। স্বীকৃতি স্বরূপ তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন। এ পর্যন্ত ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি অর্জন করেছেন স্বাধীনতা পদক, ভারতের সায়গল পুরস্কার, ন্যাশনাল কাউন্সিল অব মিউজিক পুরস্কার (স্বর্ণপদক)-সহ আরো অনেক পুরস্কার।



 

Show all comments
  • parimal biswas ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১১:২৭ এএম says : 0
    may god long long blees you aro bastay haby abong ganer bicher kortay haby
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত জীবনের অর্ধশতক পূর্তিতে রুনা লায়লাকে নিয়ে উৎসব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ