Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আধিপত্য বিস্তারে নতুন পদ সৃষ্টি করলেন কিম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২১, ১২:০১ এএম

উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কারস পার্টি অব কোরিয়ার (ডব্লিউ পি কে) সর্বোচ্চ প্রধান কিম জং উনের অধীন নতুন উপ প্রধানের পদ সৃষ্টি করা হচ্ছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইওনহাপ নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট অপ্রকাশিত এক সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে জানানো হয়, নতুন সৃষ্ট ‘ফার্স্ট সেক্রেটারি’ পদাধিকারী কিম জং উনের পক্ষ থেকে পার্টির কংগ্রেসে সভাপতিত্ব করবেন। এর আগে এই বছরের জানুয়ারিতে ডব্লিউ পি কের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হওয়ার মাধ্যমে ক্ষমতাসীন দলে নিজের অবস্থান পাকাপোক্ত করেন কিম জং উন। বর্তমানে বাবার মতোই সামরিক বাহিনী নির্ভর প্রশাসন তৈরির মাধ্যমে সরকারে আরো বেশি অংশীদারিত্ব অর্জনের দিকে তিনি এগুচ্ছেন বলে প্রতিবেদনে জানানো হয়। ২০১২ সাল থেকে ২০১৬ পর্যন্ত কিম জং উন নিজেও ‹ফার্স্ট সেক্রেটারি› পদে দায়িত্ব পালন করেন। একই নামের নতুন এই পদে ডব্লিউ পি কের জো ইয়ং উনকে নিয়োগ করা হতে পারে বলে ইওনহাপের প্রতিবেদনে জানানো হয়। দলের পলিটব্যুরোর পাঁচ সদস্যের অন্যতম জোকে কিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচনা করা হয়। ২০১১ সালে উত্তর কোরিয়ার তৎকালীন সর্বোচ্চ নেতা কিম জং ইলের মৃত্যুর পর তার পূত্র কিম জং উন দেশটির ক্ষমতায় আসেন। দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সাঙের বংশীয় ধারাবাহিকতায় বর্তমানে তার নাতি কিম জং উন উত্তর কোরিয়ার শাসন করছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ