Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্মসংস্থান সৃষ্টিকারী যুব বান্ধব বাজেট চাই -ইসলামী যুব আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ৪:৫৬ পিএম

কর্মসংস্থান সৃষ্টিকারী যুব বান্ধব জাতীয় বাজেট সময়ের একান্ত অপরিহার্য দাবি। করোনাকালীন সঙ্কটময় মুহূর্তে দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুবসমাজ। এমতাবস্থায় জাতীয় বাজেট ২০২১-২২ নতুন উদ্যোক্তাদের ক্ষতিপূরণ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয় প্রাধান্য না পেলে দেশের অর্থনীতির মুখ থুবরে পড়বে। আজ সোমবার ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মাদ নেছার উদ্দিন ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান মুজাহিদ এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন। নেতৃদ্বয় আরো বলেন, শুধুমাত্র আকারে বড় করে অলীক বাজেট প্রণয়ন করা স্থায়ী কোনো সমাধান হতে পারে না। তাই দেশের সামর্থ্য অনুযায়ী যৌক্তিক বাজেট প্রণয়ন করতে হবে। দেশের অর্থনীতির প্রাণশক্তি যুবসমাজ আজ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় বেকার যুবকদের কর্মসংস্থান অথবা বেকার ভাতার আওতায় আনতে ব্যর্থ হলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। আর এই ব্যর্থতার দায় বর্তমান ক্ষমতাসীন ও বিগত দিনে যারা ক্ষমতায় ছিল কেউ এড়াতে পারে না। বিবৃতিতে তারা তরুণ ছাত্র সমাজের অনিশ্চিত ভবিষ্যৎ থেকে রক্ষা করার জন্য অনতিবিলম্বে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ