প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : আগামী বৃহস্পতিবার সেন্সর বোর্ডে জমা দেয়া হবে এস এ হক অলিক পরিচালিত নতুন চলচ্চিত্র ‘এক পৃথিবী প্রেম’। তবে সেন্সরে জমা দেয়ার আগেই চলচ্চিত্রটিরর ডিজিটাল প্রচারণার যাত্রা শুরু হয়েছে। ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের ডিজিটাল প্রচারণায় দায়িত্ব নিয়েছে ‘লাইভ টেকনোলোজিস’। গতকাল দুপুরে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের প্রযোজনা সংস্থা ‘পানকৌড়ি চলচ্চিত্র’ ও ‘লাইভ টেকনোলজিস’র মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী চলচ্চিত্রটির প্রচার-প্রসারের ক্ষেত্রে ইউটিউব, মোবাইলসহ অন্যান্য ডিজিটাল প্রচারণায় মুখ্য ভূমিকা রাখবে ‘লাইভ টেকনোলোজিস’। চুক্তির সময় পরিচালক এস এ হক অলিক সহ চলচ্চিত্রটির নায়ক আসিফ ও নায়িকা আইরিনসহ লাইভ টেকনোলোজিস’র সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অলিক বলেন, ‘এখন নানা ধরনের প্রচারণায় পাশাপাশি একটি চলচ্চিত্রের সঠিকভাবে প্রচারের ক্ষেত্রে ডিজিটাল প্রচারণার বিকল্প নেই। তাই অনেক ভেবে চিন্তে যুগের সাথে তাল মিলিয়ে নতুন এই প্রচারণার সাথে যুক্ত হলাম। আশা করি, তাতে আমাদের চলচ্চিত্রটির জন্য মঙ্গল হবে। অনেক যতœ করে, চ্যালেঞ্জ নিয়ে আমার নতুন চলচ্চিত্রটি নির্মাণ করেছি। আমার বিশ্বাস, চলচ্চিত্রের ইতিহাসে এটি নতুন মাইলফলক স্থাপন করবে।’ অলিক জানান, আসছে এপ্রিলে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।