প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্বামী অ্যান্থনি হপকিন্সকে নিয়ে ‘এলিস’ পরিচালনা নিয়ে কথা বলেছেন স্টেলা হপকিন্স (৬৫)। ড্রামা ফিল্মটি ছিল পরিচালক হিসেবে তার অভিষেক। তিনি জানান একাধিক অস্কার বিজয়ী অ্যান্থনিকে (৮৩) নিয়ে কাজ করা ছিল খুব সহজ কারণ তারা পরস্পরকে সমীহ করে চলেন। “সে আমার অবস্থানকে সমীহ করে আর আমি তার, যদিও আমি জানি এমন একজন মানুষকে নির্দেশনা দিচ্ছিলাম যার অভিনয়ে ৫৫ বছরের অভিজ্ঞতা রয়েছে, জানতাম এটি মেনেই আমাকে কাজ করতে হবে,” স্টেলা বলেন। তিনি জানান, মতের কিছু অমিল ছিল। “থেরাপি দৃশ্যে সে বলেছিল, ‘আমি কিছুটা অন্ধকারে বসতে চাই, আমার প্রয়োজনে আমি তার (রোগী এলিস) দিকে ঝুঁকে আসব। আমি বলেছিলাম অন্ধকারই থাকবে আর তুমি ব্যাকগ্রাউন্ডে থাকবে!’ কিন্তু তার পছন্দেরই জয় হয়েছে শেষে,” স্টেলা বলেন। ২০০৩ সালে স্টেলা আর অ্যান্থনির বিয়ে হয়। আমি চিত্রনাট্য লিখে তাকে বলি, ‘দেখ তো। নিশ্চিত করে এতে তোমার একটি চরিত্র পাবে। তবে তুমি করতে না চাইলে করবে না। তুমি না বলতে পার।’ পড়ার পর সে বলল, ভাল লেগেছে, আমি অবশ্যই করব’, দ্য টাইমসকে পরিচালক বলেন। স্টেলা জানান, অ্যান্থনি পরিচালিত ২০০৭ সালের ‘স্লিপস্ট্রিম’-এর সঙ্গে ‘এলিস’-এর তুলনা করতে পারে অনেকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।