Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইন্ডিয়ান আইডল ১২’ বিতর্ক : যা বললেন সুনিধি চৌহান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২১, ১২:০৬ এএম

কিশোর কুমারের ছেলে অমিত কুমার সম্প্রতি সঙ্গীত ভিত্তিক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১২’ নিয়ে মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছেন। এর পরপরই গায়িকা সুনিধি চৌহানও তার মত দিয়েছেন তার পক্ষে। রিয়েলিটি শোটির পঞ্চম ও ষষ্ঠ সিজনে তিনি বিচারক ছিলেন। ‘এমন নয় যে এমনটা সবাইকেই করতে হয়, কিন্তু আমাদের সবাইকেই পারফরমেন্সের প্রশংসা করতে বলা হয়। আমি এমনটা চালিয়ে যেতে পারছিলাম না তারা যা চাইছিল আমি তা করতে পারছিলাম না তাই অনুষ্ঠানটি ছেড়ে দিয়েছিলাম। এরপর আজ পর্যন্ত আর কোনও রিয়েলিটি শোতে জাজিং করিনি,’ সুনিধি বলেন। নেহা কাক্কার, হিমেশ রেশম্মিয়া এবং বিশাল দাদলানিকেও কখনও বস্তুনিষ্ঠ সমালোচনা দিয়ে প্রতিযোগীদের শুধরে দিতে দেখা যায় না। এক সাক্ষাতকারে অমিত কুমার যখন বললেন, ক্যামেরা চালু হবার আগেই তাদের (বিচারকদের) বলে দেয়া হয় তাদের প্রতিটি প্রতিযোগীর প্রশংসা করতে হবে, তাতেই বিতর্ক শুরু হয়। সুনিধি বলেন, ‘আমার মনে হয় দর্শক ধরে রাখার জন্য এমন করা হয়। মনে হয় এতে কাজ হয়।’ সুনিধি জানান এটি নতুন শিল্পীদের জন্য আপাতদৃষ্টিতে উপকার হয়। ‘বাস্তবে এতে শিল্পীদেরই ক্ষতি হয়। প্রশংসা আর তাদের কাহিনীতে দর্শকরা আকৃষ্ট হয় কিন্তু উৎকর্ষতার জন্য তাদের চেষ্টা মিলিয়ে যায়। এটা প্রতিযোগীদের ত্রুটি নয় বরং টিআরপি বাড়াবার চেষ্টাই এর মূল কথা,’ তিনি বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুনিধি চৌহান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ