Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন বাড়ল আরো সাত দিন

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদতাদা | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ৫:৩৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রতিক সময়ে করোন সংক্রমণ উদ্বেগজনকহারে বেড়ে যাওয়া ও ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শংকায় ঘোষণা করা বিশেষ লকডাউনের মেয়াদ আরো সাত দিন বাড়ানো হয়েছে। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে চাঁপাইনাববগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন।
সাংবাদিক সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক বলেন, গত সাত দিনের কঠোর লকডাউনের কারণে চাঁপাইনাববগঞ্জে সংক্রমণের হার নি¤œগামী হয়েছে। কিন্তু সংক্রমণের হার নি¤œগামী হলেও তা কাংখিত পর্যায়ে নেমে আসেনি। এমন প্রেক্ষিতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শক্রমে আরো সাত দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হলো।
লকডাউনে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকা ও সব মর্কেট এবং সাপ্তাহিক হাট খোলা না রাখাসহ ১১টি নির্দেশনা ঘোষণা করা হয়। তবে, নির্দেশনার মধ্যে শুধুমাত্র আম ব্যবসায়ীরা আম কেনার অন্যজেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ আসতে পারার সুযোগ সংযুক্ত করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ