Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমান দুর্ঘটনায় স্ত্রীসহ প্রাণ হারালেন ‘টারজান’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ১:১৩ পিএম

বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জনপ্রিয় বিদেশী ধারাবাহিক টারজানের অভিনেতা মারা গেছেন। বিমান দুর্ঘটনায় টারজান অভিনেতা জো লারাসহ মোট সাতজন মারা যান। এর মধ্যে তার ডায়েট গুরু বলে পরিচিতি স্ত্রীও রয়েছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ‍যুক্তরাষ্ট্রের ন্যাশভিল শহরের কাছের একটি লেকে বিমানটি ধসে পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, ছোট এই ব্যবসায়িক বিমান স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় দুর্ঘটনার শিকার হয়।

রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ টিম জানিয়েছে, ন্যাশভিল শহর থেকে প্রায় ১২ মাইল দূরে পতিত হয় প্লেনটি।

বিমানে সাতজন যাত্রী থাকার কথা নিশ্চিত করেছে ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

রবিবার সন্ধ্যায় উদ্ধারকারী দল বলেছে, কেউই বেঁচে নেই বলে আমরা আশঙ্কা করছি। বিমানের কয়েক খণ্ড ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।

মার্কিন টিভি সিরিজ টারজানে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন লারা। মার্শাল আর্টিস্ট হিসেবেও সুখ্যাতি ছিল তার। মাত্র ৫৮ বছর বয়সে মৃত্যু হল।

লারা ছেলেবেলায় ভলিবলে দারুণ দক্ষ ছিলেন। পরে ১৯ বছর বয়সের দিকে একটি মডেলিং এজেন্সি থেকে প্রস্তাব পান। সেই তার শুরু।

তিনি নিজেও পাইলট ছিলেন। তরুণ বয়সে এই দক্ষতা অর্জন করেন নিবন্ধন পান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ