Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার সুশান্তের দুই পরিচারককে তলব এনসিবির

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ১০:২১ এএম

সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকীর ঠিক আগে আবারো সংবাদ শিরোনামে আলোচিত এই মামলা। গত ২৬ শে মে হায়দরাবাদ থেকে মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হলেন সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ বন্ধু সিদ্ধার্থ পিঠানি। এবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কড়া নজরে সুশান্তের দুই পরিচারক নীরজ ও কেশব। জিজ্ঞাসাবাদের জন্য এই দুজনকে ডেকে পাঠিয়েছে এনসিবি।

এদিকে গত ২৬ তারিখ পিঠানিকে গ্রেফতারের পর তাকে মুম্বাই নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আদালতে তোলা হলে তার পাঁচ দিনের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো হেফাজত মঞ্জুর করে আদালত। আগামী ২রা জুন পর্যন্ত এনসিবির কাস্টডিতে থাকবেন পিঠানি, এর মাঝেই নীরজ ও কেশবকে সমন জারি করা হল। সূত্রের খবর তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে এনসিবির অফিসাররা।

উল্লেখ্য, গত ১৪ জুন সুশান্তের বান্দ্রার কার্টার রোড অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় অভিনেতার দেহ। সুশান্তের মৃত্যুর দিন ওই অ্যাপার্টমেন্টেই উপস্থিত ছিলেন সিদ্ধার্থ পিঠানি, দীপেশ সাওয়ান্ত, নীরজ ও কেশব। অন্যদিকে মার্চের শুরুতেই সুশান্তের মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় চার্জশিট দাখিল করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তার ভাই শৌভিক, স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্তসহ ১২,০০০ পৃষ্ঠার চার্জশিটে ৩৩ জন অভিযুক্তের নাম করা হয়েছে। সঙ্গে ২০০ জন সাক্ষীর বয়ান জমা পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনসিবির
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ