নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের বাকি তিন ম্যাচের প্রথমটিতে ৩ জুন বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। এই ম্যাচকে সামনে রেখে শেষ মুহ‚র্তে ঢাকা থেকেই শক্তি বৃদ্ধি করেছে আফগানরা! ঘরোয়া লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলা ৩৪ বছর বয়সী মাসিই সাইগানিকে দলে ভিড়িয়েছে আফগানিস্তান। সেই লক্ষ্যে আজ সন্ধ্যায় কাতারে উড়ে যাচ্ছেন তিনি।
২০১৫ সালেই জাতীয় দলে অভিষেক হয় সাইগানির। আফগানিস্তানের জার্সিতে ১২টি ম্যাচ খেলেছেন। ২০১৫ সালের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে গোলও আছে দীর্ঘদেহী এই ডিফেন্ডারের। ২০১৭ সালে জাতীয় দলের হয়ে জর্ডানের বিপক্ষে ম্যাচ খেলার পর আর সুযোগ হয়নি দলে।
ম‚লত ঢাকার লিগে দীর্ঘদিন ধরে খেলায় বাংলাদেশের ফুটবল সম্পর্কে ভালো করেই জানা আছে সাইগানির। সেই অভিজ্ঞতা কাজে লাগাতেই তাকে দলে ভিড়িয়েছে আফগানরা। অনেক দিন পর আফগান দলে সুযোগ পেয়ে সাইগানি বিমানে উঠার আগে বলেছেন, ‘আসলে অনেক ভালো লাগছে। জাতীয় দলে খেলার সুযোগ হয়েছে। বাংলাদেশের সব খেলোয়াড়কে চিনি। হয়তো জাতীয় দলের হয়ে খেলতে তাদের বিপক্ষে সুবিধা হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।