Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬২-তেও লাস্যময়ী!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ১২:০৫ এএম

বয়সের বিরুদ্ধে পাল্লা দিয়ে বিপরীত স্রোতে হাঁটছেন ম্যাডোনা। বিশ্ব কাঁপানো এই গায়িকা, অভিনেত্রীর বয়স এখন ৬২ বছর। তবু ধরে রেখেছেন দৈহিক সৌষ্ঠব। তাকে দেখে বোঝাই দায় যে, তিনি এতটা বয়সী। প্রথম দর্শনেই তাকে এখনও যুবতী দেখায়। তিনি চালচলন, পোশাকেও তা ধরে রেখেছেন। হালে ফরাসি ডিজাইনার জ্যাঁ পল গুলতিয়েরের ডিজাইন করা একটি পোশাকে পোজ দিয়েছেন। নেটের মতো পোশাকে শরীরের উপরের অংশকে উদ্ভাসিত করেছেন হাল আমলের তরুণী, যুবতীদের মতো।
১৯৮০-র দশকের শেষের দিকে ডিজাইনার গুলতিয়েরের সঙ্গে বন্ধুত্ব ম্যাডোনার। তারপর থেকে ম্যাডোনার অনেক ঐতিহাসিক পোশাকের ডিজাইনার তিনি। এর মধ্যে আছে ম্যাডোনার আইকনিক ‘কোণ ব্রা’ পোশাক। এই পোশাক ম্যাডোনাকে পপ ইতিহাসে আলাদা একটি স্থান দিয়েছে। তিনি পপ সঙ্গীতের একজন প্রতীক হয়ে উঠেছেন এই পোশাকে। সর্বশেষ গুলতিয়েরের ডিজাইনের পোশাক পরে ছবি পোস্ট করে ক্যাপশনে ম্যাডোনা নিজেই লিখেছেন, ‘এই চমৎকার পোশাকের জন্য ধন্যবাদ জেপিজি (জ্যাঁ পল গুলিতিয়ের)। একটি মেয়েকে আপনি সবসময়ই চেষ্টা করেন ‘স্ট্রাইক এ পোজ’ হিসেবে দেখানোর।’

ম্যাডোনার ‘কোণ ব্রা’ সম্পর্কে ২০০১ সালে নিউ ইয়র্ক টাইমসকে গুলতিয়ের বলেছেন, ১৯৮৯ সালে প্রথম আমাকে ডাকলেন ম্যাডোনা। তখন আমাকে বলা হলো শো শুরুর দুই দিন বাকি আছে। মনে হচ্ছিল বিষয়টি নিয়ে আমার সঙ্গে আমার সহকারী কৌতুক করছে। জ্যাঁ পল গুলতিয়ের ২০১৪ সাল থেকে রেডি টু ওয়্যার অর্থাৎ প্রস্তুত পোশাক, শুধু পরবেন- এমন কালেকশন শুরু করেন। এর মধ্যে আছে নানা রকম থিম। এর ভক্ত ম্যাডোনাও। সূত্র : ডেইলি মেইল।



 

Show all comments
  • Dadhack ৩১ মে, ২০২১, ১২:৫২ পিএম says : 0
    Hell is waiting for if she don't accept Islam.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ