মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শিশু
আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের একটি অস্থায়ী বন্দীশিবিরে চার হাজার তিনশ’র বেশি শিশু অভিবাসী আটক রয়েছে। এসব শিশুর বেশিরভাগই সঙ্গীবিহীন বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিনযাপন করতে বাধ্য হচ্ছে। বন্দী এসব শিশুর বেশিরভাগই ১৩ থেকে ১৭ বছর বয়সী এবং তারা মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় ঢুকেছে। কয়েক সপ্তাহ ধরে তারা আটক থাকলেও তাদেরকে আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেয়া হচ্ছে না। নয় সপ্তাহ আগে মার্কিন হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের লোকজন এসব শিশুকে আটক করে এল. পাসো শহরের একটি সামরিক ঘাঁটিতে রাখে। ঘাঁটির ভেতরের চাইল্ড অ্যাডভোকেট, রিপ্রেজেন্টেটিভ এবং কন্ট্রাক্ট ওয়ার্কার্সরা বলছেন, স্থাপনার ব্যবস্থাপনা খুবই দুর্বল এবং শিশুরা নানারকম রোগ-ব্যাধিতে ভুগছে। এত সামান্য জায়গায় তাদেরকে রাখা অত্যন্ত ঝুঁকিপ‚র্ণ বলেও তিনি মন্তব্য করেন। টেক্সাসের প্রতিনিধি পরিষদ সদস্য ভ্যারোনিকা এসকোবার এল পাসে টাইমসকে বলেছেন, অল্প জায়গায় শত শত শিশু থাকতে বাধ্য হচ্ছে। এই পরিবেশ তাদেরকে দেখভাল করার অবস্থা অসম্ভব করে তুলেছে বলেও তিনি জানান। ইরনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।