Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ইসলামী সংগীতের চ্যানেল হলিটিউন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩১ মে, ২০২১, ১২:০৩ এএম

ইউটিউবে অসংখ্য অপসংস্কৃতির চ্যানেলের বিপরীতে ইসলামি সংগীত-ভিত্তিক ইউটিউব চ্যানেল হলিটিউন বেশ সাড়া জাগিয়েছে। ইসলামী সঙ্গীত পরিবেশন করে চ্যানেলটি এখন বেশ জনপ্রিয়। চ্যানেলটিতে গান গেয়েছেন ইসলামি সংগীতের প্রসিদ্ধ সংগীতশিল্পীরা। চ্যানেলটিতে প্রায় ৪০ লাখ সাবসক্রাইবার রয়েছে। ফেইসবুক পেইজে তাদের অনুসরণ করছে ১৫ লাখের বেশি মানুষ। ২০১৬ সালে ‘চলার পথে’ শিরোনামে মুহাম্মাদ বদরুজ্জামানের একক সংগীত পরিবেশনের মাধ্যমে হলিটিউন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এ প্রসঙ্গে হলিটিউনের সিইও মুহাম্মদ বদরুজ্জামান বলেন, আমাদের চেষ্টা অপসংস্কৃতি দূরে ঠেলে ইসলামি সংস্কৃতি চর্চা করা। এ লক্ষ্য সামনে নিয়ে আমরা কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ, মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণায় আমরা অনেক দূর এগিয়ে গেছি। এ ছাড়াও ইসলামী সংগীতের বাণিজ্যিক কার্যক্রমের ক্ষেত্রেও হলিটিউন পথ দেখাচ্ছে অন্যদের। বদরুজ্জামান মনে করেন, ইসলামি সংগীতের বাণিজ্যিক ব্যবহার না হলে এই ইন্ডাস্ট্রি টিকবে না। সংগীত দিয়েই সংগীতের খরচ এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের জীবন-জীবিকা পরিচালিত হলে তবেই এই ইন্ডাস্ট্রি সামনে এগোবে। হলিটিউনের পরিচালক সাঈদ আহমাদ বলেন, আমাদের লক্ষ্য এখনো পূরণ হয়নি। আমরা চাই এ দেশের প্রতিটি ঘরে ইসলামি সংগীতের পবিত্র সুর প্রতিধ্বনিত হোক। মানুষ ইসলামি সংস্কৃতি ও মূল্যবোধ আপন করে নিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ