Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

তিন বছরেও চালু হয়নি ৫০ শয্যার কার্যক্রম

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

সুন্দরগঞ্জে ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণের ৩ বছর হলেও কার্যক্রম চালু হয়নি আজো। এখনো ৩১ শয্যার মধ্যে চিকিৎসাসেবা কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ১ জানুয়ারি হতে বর্ধিত ভবনে কার্যক্রম চালু করার জন্য সরকারি নির্দেশনা আসে। কিন্তু কর্তৃপক্ষ আজো কার্যক্রম শুরু করেনি। ফলে এলাকাবাসী কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ উপজেলায় প্রায় ৬ লাখ জনগণের বসবাস। প্রতিদিন অসংখ্য রোগি চিকিৎসাসেবা নিতে হাসপাতালে আগমন করে। সরকার উন্নত চিকিৎসার জন্য ৩১ শয্যা থেকে হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নীত করলেও পুরোদমে কার্যক্রম চালু না হওয়ায় এলাকাবাসী কাক্সিক্ষত সেবা পাচ্ছে না। যার কারণে গুরুতর রোগীকে এখনো রংপুর ও গাইবান্ধায় যেতে হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক সূত্র জানায়, কাগজপত্রাদির আলোকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। বর্ধিত শয্যার বেড বসানো হলেই পুরোপুরিভাবে কার্যক্রম চালানো হবে। স্থানীয় কয়েকজন সুধী জানান, ৫০ শয্যার কার্যক্রম পুরোদমে শুরু হলে এখানকার মানুষ ভালো চিকিৎসাসেবা পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন বছরেও চালু হয়নি ৫০ শয্যার কার্যক্রম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ