Inqilab Logo

বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ০৬ আষাঢ় ১৪৩১, ১৩ যিলহজ ১৪৪৫ হিজরী

অবৈধ সুতি জালে অবাধে মাছ শিকার

প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে

পাবনার চাটমোহরসহ চলনবিলাঞ্চে অবৈধ সুতিজালে অবাধে মাছ শিকার করা হচ্ছে। পাবনার চাটমোহর এলাকার বিভিন্ন জোলা, নদনদী এবং চলনবিলাঞ্চের নদীগুলোতে অবাধে অবৈধ সুতিজালে অসাধু ব্যক্তিরা ছোটবড় সব রকমের মাছ নিধন করে যাচ্ছে। চলনবিলের চিকনাই, আত্রাই, গুমানী নদীসহ কয়েকটি নদী ও এর সংযোগ নালাগুলোর পানি প্রবাহ বাধাগ্রস্ত করে অবৈধ সুতিজাল পেতে অবাধে মাছ শিকার করা হচ্ছে। এ সক সুতিজালে ছোট বড় সব প্রজাতির মাছ নির্বিচারে ধরা পড়ছে। মাঝেমধ্যে প্রশাসনের পক্ষ হতে সুতিজাল উচ্ছেদে অভিযান চালালেও তা আবার থমকে যায়। নালা, খাল, নদনদীতে এপার-ওপার বাঁশের তালাইয়ের বেড়া দিয়ে মাঝে কিছু ফাঁকা রাখা হয়। ফাঁকা জায়গায় পাতা হয় সুতিজাল। ২০/৩০ মিনিট পর পর সেসব জাল তুলে মাছ সংগ্রহ করা হয়। প্রতিদিন রাতে প্রচুর পরিমাণ মাছ নিধন করা হচ্ছে। জানা যায়, সরকারি দলে প্রভাবশালী এবং আইনশৃঙ্খলা রক্ষা সংস্থার ছত্রছায়ায় এসব কাজ নির্বিঘেœ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবৈধ সুতি জালে অবাধে মাছ শিকার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ