Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেগেটিভ মায়ের পজিটিভ সন্তান!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ গোটা ভারত কাঁপছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। এমন এক অবস্থায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এলাকা নির্বাচনী এলাকা উত্তর প্রদেশের বানারসে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। আর এ ঘটনায় বিস্মিত চিকিৎসক মহলও।
গত শুক্রবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে যে, এবার মোদির নির্বাচনী ঘর বানারসের একটি হাসপাতালে কোভিড নেগেটিভ প্রসূতি জন্ম দিয়েছেন কোভিড পজিটিভ সন্তান। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলুস্থুল পড়ে গেছে চিকিৎসক মহলে।

এতদিন কোভিড পজিটিভ মা কোভিড নেগেটিভ সন্তানের জন্ম দেওয়ার কথা শোনা গেলেও এই প্রথম উল্টোটি ঘটেছে। গত ২৪ মে প্রসব যন্ত্রণা নিয়ে বানারস হিন্দু ইউনিভার্সিটির এসএস হাসপাতালে ভর্তি হন করোনা নেগেটিভ সুপ্রিয়া প্রজাপতি (৩২)।

এরপর তিনি গত ২৬ মে কন্যা সন্তানের জন্ম দেন। তারপরই প্রকাশ্যে আসে এই চাঞ্চল্যকর তথ্য। হাসপাতাল সূত্রে খবর, জন্মের পরদিন কন্যা সন্তানের করোনা টেস্ট করানো হলে তার রিপোর্ট আসে পজিটিভ।
যদিও কীভাবে এমন ঘটনা ঘটল তা কেউই খোলসা করে বলতে পারছেন না। তবে সুপ্রিয়া দেবীর স্বামী অনিল প্রজাপতি জানিয়েছেন, বর্তমানে মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন। যদিও বানারস হিন্দু ইউনিভার্সিটির মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট ফের মা ও মেয়ের করোনা টেস্ট করানোর নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি উত্তরপ্রদেশের লখনৌয়ের কিং জর্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৫ বছরের এক কোভিড পজিটিভ মহিলা বিরল ইমিউনিটি সম্পন্ন একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন। বিরল এই ঘটনায় চিকিৎসকরা জানিয়েছিলেন মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন। সূত্র : টাইমস নাও, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ