বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা পরবর্তী বিভিন্ন জটিলতায় আক্রান্ত হয়ে বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি ডা. এ এ গোলাম মর্তুজা হারুন (৭০) শুক্রবার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মাট ২১ জন চিকিৎসক মারা গেছেন বলে বিএমএ নেতারা জানিয়েছেন। সিলেট জেলার বাসিন্দা ডা. মর্তুজা চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক তিনি। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য ছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপির গত কমিটির উপদেষ্টাও ছিলেন তিনি। তার ইন্তেকালে বিএমএসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।