বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। শনিবার (২৯ মে) সকাল ১১টায় কালুরঘাট ব্রিজ হতে সত্তারঘাট পর্যন্ত হালদার বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের মাটির কুয়ায় ডিম হতে রেণু পরিস্ফুটন এবং আইডিএফ হালদা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের হ্যাচারিতে হালদা হতে সংগৃহীত ডিম থেকে রেণু উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন। এছাড়াও হালদায় মা মাছের অভয়াশ্রম, ডিম সংগ্রহের স্থান ও সংগৃহীত ডিম থেকে রেণু উৎপাদনে প্রক্রিয়া, উপজেলা প্রশাসন ও অন্যান্য দপ্তরের কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন।
এসময় হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, জেলা মৎস্য অফিসার ফারহানা লাভলী, সহকারী কমিশনার (ভূমি) হাটহাজারী শরীফ উল্যাহ ও স্থানীয় ডিম সংগ্রহকারীরাও উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।