মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেক-এর করোনা টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার এই অনুমোদন দেয় ইইউ-এর ওষুধ সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)। আগামী মাস থেকে এটি ব্যবহারের অনুমতির কথা জানিয়েছে সংস্থাটি। এটিই শিশুদের জন্য অনুমোদন পাওয়া প্রথম ভ্যাকসিন। ইতোপূর্বে যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশে ফাইজারের টিকার অনুমোদন দেওয়া হলেও সেটি ছিল প্রাপ্তবয়স্কদের জন্য। ট্রায়ালে এই টিকা শিশুদের জন্য খুবই নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। আশা করা হচ্ছে, শিশুদের জন্য ভ্যাকসিনটি অনুমোদনের ফলে ইউরোপীয় ইউনিয়নে এখন টিকাদান কর্মসূচির আরও বেগবান হবে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হলে স্কুলগুলোও খুলে দেওয়া সহজ হবে। লোকজনের স্বাভাবিক জীবনে ফেরার পথ সহজ হবে। ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তের আগেই অবশ্য ইএমএ-এর অনুমোদন সাপেক্ষে নিজ দেশের শিশুদের জন্য ফাইজার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয় জার্মানি। দেশটিতে আগামী ৭ জুন থেকে ১২ বছর বা তার অধিক বয়সী বেশি সবাই টিকার জন্য আবেদন করতে পারবেন। জার্মানির ফেডারেল ও রাজ্য সরকারগুলো গত বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে। পরে ইএমএ-এর পক্ষ থেকেও ভ্যাকসিনটি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইউরোপীয় ইউনিয়নের নতুন সিদ্ধান্ত নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির টিকা নীতি বিষয়ক প্রধান মার্কো ক্যাভালেরি। তিনি বলেন, তার সংস্থা এতো দিন শুধু ১৬ বছরের বেশি বয়সীদের জন্য এই ভ্যাকসিনের অনুমোদন দিয়েছিল। এখন বয়সের এই সময়সীমা ১২ বছরে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ, ১২ বছর বয়স থেকেই যে কেউ ফাইজারের ভ্যাকসিন নিতে পারবেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।