Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’ননদকেও ১২ বছর ধরে ধর্ষণ করেন গুরুদেব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ১২:০৩ এএম

যৌন নিগ্রহ-নিপীড়নের খবর বিভিন্ন সময়ই শিরোনামে উঠে আসে প্রতিবেশী ভারতে। এবার সেরকমই এক ধর্মগুরুর খবর উঠে এলো ভারতীয় সংবাদমাধ্যমে। একই পরিবারের তিন নারীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় রাজস্থানের স্বঘোষিত ‘বাবা’ যোগেন্দ্র মেহতাকে। জয়পুর-আজমীর হাইওয়ের ধারে বিস্তীর্ণ এলাকাজুড়ে ওই ভণ্ড মেহতার আশ্রম। পুলিশকে মূল অভিযোগকারিণী বলেন, বিশেষ পানীয় খাইয়ে আমাকে ও আমার দুই ননদকে ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ধর্ষণ করেন গুরুদেব। সম্প্রতি এক নারী তার দুই ননদকে নিয়ে পুলিশের কাছে মেহতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এফআইআরে বলা হয়, ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই বারো বছর ধরে ওই আশ্রমে তারা একাধিকবার মেহতার যৌন লালসার শিকার হন। এই অভিযোগ জমা পড়ার পরদিনই, আরও এক মহিলা, মেহতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন। তার নামও আগের এফআইআরে যোগ করা হয়। মূল অভিযোগকারিণী জানান, আমার স্বামী নিয়মিত মেহতার আশ্রমে যেতেন। একদিন তার অনুরোধেই আমরা সপরিবারে আশ্রমে যাই। গুরুদেবের সঙ্গে ২০০৫ সালে সেই প্রথম সাক্ষাৎ। প্রথম প্রথম সব ঠিকই ছিল। আমি ৬ মাস অন্তর অন্তর আশ্রমে গিয়ে তিন-চারদিন করে থাকতাম। সেরকমই একবার থাকতে গেলে শিষ্যরা আমাকে মেহতার ঘরে ডেকে নিয়ে যায়। তারপর তারা আমাকে একটা পানীয় দেয়। এরপর আমার ওপর চলে শারীরিক নির্যাতন। ১২ বছর ধরে টানা একই ঘটনা হয়ে চলেছে। আমার দুই ননদের ওপরও একই ঘটনা ঘটেছে। ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ