Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিব্বতে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব বজায় থাকবে : চীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ১২:০৩ এএম

সম্প্রতি বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিব্বতের দলীয় সম্পাদক উ ইংজি বলেন, প্রথমত আমাদের অবশ্যই চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্ব বজায় রাখতে হবে। তিব্বত প্রাচীনকাল থেকে চীনের একটি অংশ ছিল। চীনা জাতিকে সবসময় এটি বজায় রাখতে হবে। উ আরও বলেন, ১৯৫১ সালে তিব্বতের শান্তিপূর্ণ মুক্তির পর থেকে সবাই আবিষ্কার করেছে যে শুধুমাত্র দলীয় নেতৃত্বের মাধ্যমেই তিব্বত সমৃদ্ধ উন্নয়নের এই পথে চলতে পারে। এছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা বলেন, চীন তার অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিব্বতে কমিউনিস্ট পার্টির নেতৃত্ব বজায় রাখবে এবং সমাজতন্ত্র অনুযায়ী তিব্বতী সমাজকে পথ দেখাবে। চীনা সৈন্যরা ১৯৫০ সালে তিব্বতে প্রবেশ করে এবং এক বছর পর চীনা সরকার আনুষ্ঠানিকভাবে এই অঞ্চল এবং এর ধর্মপ্রাণ বৌদ্ধ তিব্বতীদের ওপর নিয়ন্ত্রণ অর্জন করে। ১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর ধর্মগুরু দালাই লামা তিব্বত থেকে পালিয়ে যান। গত ডিসেম্বরে কংগ্রেস তিব্বত নীতি ও সমর্থন আইন পাস করে, যা তিব্বতীদের পরবর্তী দালাই লামা নির্বাচন করার অধিকারের পাশাপাশি তিব্বতী শহর লাসাতে একটি কনস্যুলেট প্রতিষ্ঠার আহ্বান জানায়। তিব্বতের নির্বাসিত কেন্দ্রীয় প্রশাসনের প্রেসিডেন্ট পেনপা শেরিং রয়টার্সকে বলেন, ‹তারা চীনের সাথে শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু বেইজিংয়ের বর্তমান নীতি তিব্বতী সংস্কৃতির ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এদিকে, গত এক বছরে তিব্বতী সম্প্রদায়ের প্রতি আন্তর্জাতিক সমর্থন বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অধিকার গোষ্ঠীগুলো তিব্বত নিয়ে এখন বেশি সোচ্চার। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ