Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ ট্রিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব বাইডেনের

মার্কিন বাজেটের দুই-তৃতীয়াংশই কর্মসংস্থান এবং সামাজিক কর্মসূচিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২১, ১২:০৩ এএম

আগামী অর্থবছরের জন্য ছয় ট্রিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছয় ট্রিলিয়নের মধ্যে চার ট্রিলিয়নই খরচ করা হবে দ্য আমেরিকান জবস প্ল্যান এবং আমেরিকান ফ্যামিলিস প্ল্যান বা সামাজিক কর্মসূচি খাতে। এসব তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, জবস প্ল্যান মূলত অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে করোনা মহামারির ক্ষয়ক্ষতি থেকে মার্কিন অর্থনীতিকে পুনরুদ্ধারের পরিকল্পনা। এখানে পরিবহন খাতের বাজেট ধরা হয়েছে ৬২১ বিলিয়ন। বাইডেন জানিয়েছেন, এটি সত্যিকারের ভাল-বেতনের কাজ” তৈরি করবে এবং জাতিকে আরো ভাল অবস্থায় নিতে সহায়তা করবে। এছাড়া জবস প্ল্যানে আরো উল্লেখযোগ্য খাতগুলো হচ্ছে হোমকেয়ার ও জনশক্তিতে ৪০০ বিলিয়ন, উৎপাদনে ৩০০ বিলিয়ন, আবাসনে ২১৩ বিলিয়ন, গবেষণা ও উন্নয়নে ১৮০ বিলিয়ন, পানি ব্যবস্থাপনায় ১১১ বিলিয়ন, স্কুলে ১০০ বিলিয়ন, ডিজিটাল অবকাঠামো খাতে ১০০ বিলিয়ন ইত্যাদি। জবস প্ল্যানের পাশাপাশি প্রায় দুই ট্রিলিয়ন ডলার ব্যয় করা হবে আমেরিকান ফ্যামিলিস প্ল্যানে। এখানে কমিউনিটি কলেজ ফি খাতে ১০৯ বিলিয়ন খরচের পরিকল্পনা করেছেন বাইডেন। সব মার্কিন রাজ্যের ৭৫ শতাংশ কলেজ খরচ দেবে কেন্দ্রীয় সরকার- এমন প্রস্তাবই করা হয়েছে। এর বাইরে ফ্যামিলিস প্ল্যানে উল্লেখযোগ্য খাতগুলো হচ্ছে পেল অনুদান খাত, বেতনসহ পারিবারিক ও মেডিকেল ছুটি, প্রি-স্কুলিং, শিক্ষক নিয়োগ, শিশুদের জন্য পুষ্টি সহায়তা ইত্যাদি। এর আগে, দায়িত্ব নেওয়ার প্রথম বছরে ৬ ট্রিলিয়ন ডলারের বিশাল বাজেট প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার এ বাজেটে ধনী মার্কিনিদের কর বাড়ানোর পাশাপাশি সামাজিক কর্মসূচিতে ব্যাপক ব্যয় ও আবহাওয়া পরিবর্তন মোকাবেলার লড়াইয়ে বিনিয়োগ অগ্রাধিকার পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। বাইডেন প্রস্তাব করলেও বাজেট বাস্তবায়নে কংগ্রেসের অনুমোদন লাগবে। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে ডেমোক্রেটিক পার্টি সংখ্যাগরিষ্ঠ হলেও উচ্চকক্ষ সেনেটে ডেমোক্র্যাট-রিপাবলিকান ব্যবধান কাছাকাছি হওয়ায় বিপুল ব্যয়ের এই বাজেট সহজে গৃহীত হবে না বলেই অনেকে মনে করছেন। প্রভাবশালী রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম প্রেসিডেন্টের বাজেট প্রস্তাবকে ‘মাথা খারাপ ধরনের ব্যয়বহুল’ অভিহিত করেছেন। বাইডেনের বাজেট পরিকল্পনা অনুযায়ী ২০৩১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ এর জিডিপির ১১৭ শতাংশে পৌঁছে যেতে পারে বলেও আশঙ্কা সমালোচকদের। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি বাজেট প্রস্তাবনাতেও আয় ও ব্যয়ের মধ্যে বিশাল ঘাটতি ছিল। গত বছর দেওয়া শেষ বাজেটে তিনি ৪ দশমিক ৮ ট্রিলিয়ন খরচের প্রস্তাব হাজির করেছিলেন। বাইডেনের বাজেটে পেন্টাগন এবং সরকারি বিভিন্ন বিভাগের ব্যয়বাবদ ১ দশমিক ৫ ট্রিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে; কর্মসংস্থার সৃষ্টির জন্য রাখা হয়েছে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার। শ্রমিক, শিক্ষার্থী ও পরিবারের সামাজিক কর্মসূচিতে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। জনগণের জন্য সরাসরি এই বিনিয়োগ যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা বাইডেনের। ডেমোক্র্যাট এই প্রেসিডেন্টের প্রস্তাবে ‘ক্লিন এনার্জি’ খাতে বিনিয়োগসহ আবহাওয়া পরিবর্তন মোকাবেলার লড়াইয়ে ৮০০ বিলিয়ন ডলারের বেশি বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তিন ও চার বছর বয়সী সব মার্কিন শিশুর বিনামূল্যে প্রাক-স্কুল শিক্ষা নিশ্চিতে ২০০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সড়ক ও সেতুর জন্য রাখা ১১৫ বিলিয়ন ডলার, গণপরিবহন ও রেলওয়ের জন্য ১৬০ বিলিয়ন। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সম্প্রসারণেও বাইডেনের এ বাজেট প্রস্তাবে ১০০ বিলিয়ন ডলার রাখা হয়েছে বলে জানিয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ী বছরের প্রস্তাবিত বাজেটের পরিমাণ ছিল ৪ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার। বাইডেনের প্রস্তাবিত বাজেটে দেড় ট্রিলিয়ন ডলার ধরা হয়েছে পেন্টাগন এবং অন্যান্য সরকারি দফতরের ব্যয় হিসেবে। এছাড়া পূর্বঘোষিত দুই পরিকল্পনা কর্মসংস্থান ও পরিবার পরিকল্পনায় ধরা হয়েছে যথাক্রমে ২ দশমিক ৩ এবং ১ দশমিক ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। এ বাজেট প্রস্তাবনার বিষয়ে বাইডেন বলেন, ‘সরাসরি মার্কিন জনগণের পেছনে বিনিয়োগ আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদে সরকারি কোষাগারকে সমৃদ্ধ করে তুলবে।’ বিবিসি, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ