Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

জন্মদিনে কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদিকে শ্রদ্ধাভরে স্মরণ

শাহেদ নুর | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ৬:২১ পিএম

বাংলাদেশের অভিনয় জগতের সবচেয়ে প্রতিভাবান, প্রশংসিত ও জনপ্রিয় অভিনেতাদের একজন হুমায়ুন ফরীদি। মঞ্চ থেকে শুরু করে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে তিনি সফল এক অভিনয় শিল্পী। হুমায়ুন ফরীদি ১৯৫২ সালের ২৯ মে তৎকালীন পাকিস্তান শাসিত পূর্ব বাংলার ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন।

কিংবদন্তি এই অভিনেতার জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছে অভিনয় জগতের সকল মানুষ ও তার ভক্তকূল।

হুমায়ূন ফরীদিকে স্মরণ করে চিত্রনায়ক শাকিব খান ফেইসবুকে লিখেন, ‘আজ হুমায়ুন ফরীদি ভাইয়ের জন্মদিন। ক্ষণজন্মা এই অভিনেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ..’ হুমায়ূন ফরীদির ছবি শেয়ার করে একই স্ট্যাটাস দেন আরেক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

প্রতিভাবান নাট্যাভিনেতা আফরান নিশো নিজের আইডলের জন্মদিনে তার একটি উক্তি শেয়ার করেন। লিখেন, ‘যদি তোমার সম্পর্কে মানুষ তোমার পিছনে কিছু বলে, জেনো তুমি কিছু একটা করছো। যা ওরা করতে পারছেনা। মাথায় নিও না। তোমার কাজ তুমি করে যাও মন দিয়ে। জয়ী হবে।’ - হুমায়ুন ফরীদি

নন্দিত এই অভিনেতার সাথে নিজের একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করে অভিনেতা আনিসুর রহমান মিলন লিখেন, ‘ফরীদি ভাই আমি এখনও এভাবেই হাসি। হুমায়ুন ফরীদি ভাই শুভ জন্মদিন, ভালোবাসা আমৃত্যু।’

নাঈম ইসলাম লিখেন, ‘শুভ জন্মদিন। সে হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তার সৃতিগুলো আমাদের মধ্যে বেঁচে আছে। ভালো থাকুক ওপারে।’

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সাইয়েদা সিদ্দিকী মুতমাইন্না লিখেন, ‘অবিরাম ভালোবাসা ও শ্রদ্ধা রইলো। পরপারে চলে গিয়েও মানুষের মাঝে যে শ্রদ্ধা,সম্মান আর অফুরন্ত ভালোবাসা নিয়ে বেঁচে থাকা যায়, স্যার হুমায়ূন ফরিদী তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের মানুষের মাঝে জ্বলন্ত নক্ষত্রের মতো বিরিজ করবেন চিরকাল। শুভ জন্মদিন।’

সুদিপ ঘোষ লিখেন, ‘একজন অমর মানুষ! যাকে আজও সকলে গভীরভাবে ভালবাসে অন্তরে লালন করে রেখেছে। শুভ জন্মদিন কিংবদন্তী।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ