Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁর রাণীনগরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ৫:৪৮ পিএম

নওগাঁর রাণীনগরে ইসরাফিল আলম নভেল (৪৫) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। শুক্রবার ভোরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে গত ১৭ মে করোনায় আক্রান্ত হন। নভেল উপজেলার সদরের বিজয়ের মোড় এলাকার মৃত মেছের উদ্দিন মাষ্টারের ছেলে। শুক্রবার সকালে স্বাস্থ্য বিধি মেনে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কেএইচএম এফতেখারুল আলম খান জানান করোনা ভাইরাস সংক্রমনের শুরুতেই জেলার মধ্যে প্রথম রাণীনগরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর দেখা মিলে। সেই থেকে এ পর্যন্ত রাণীনগর উপজেলায় মোট ৮৫জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে ৩জন মারা গেছেন, ২জন বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন আর ৮০জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে উপজেলা ও পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কঠোর তৎপরতায় সংক্রমনের হার অনেক কমে গেছে। এছাড়াও ব্যাপক প্রচার ও প্রচারনার কারণে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় ও স্বাস্থ্যবিধি পালন করায় আক্রান্তের হার অনেকটাই কমছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ