প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবারের ঈদে প্রচারিত হয়েছে নির্মাতা ওয়াহিদ তারেকের নির্দেশনায় ‘মিস্টার কে’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি কথা সাহিত্যিক মাহবুব মোর্শেদের উপন্যাস ‘নোভা স্কশিয়া’ অবলম্বনে নির্মিত। এতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন গায়ক ও অভিনেতা পার্থ বড়ুয়া, নাজিয়া হক অর্ষা, সুষমা সরকার, শাহেদসহ অনেকে। ঈদের ৬ষ্ঠ দিন (১৯ মে) থেকে এটি প্রচারিত হচ্ছে বঙ্গ বিডিতে। এরইমধ্যে মধ্যেই বেশ সাড়া ফেলেছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
কথা সাহিত্যিক মাহবুব মোর্শেদ বলেন, ‘অপ্রত্যাশিত সাড়া পাচ্ছি। লেখক হিসেবে বলতে পারি আমার গল্পটা ভিজ্যুয়ালি আনা খুব কঠিন ছিল। তাই গল্পে কিছু কাটছাঁট করতে হয়েছে। তারপরও ভালোভাবেই পর্দায় তুলে ধরেছেন পরিচালক। এ জন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। বিশেষ করে পার্থ বড়ুয়া, সুষমা সরকার, অর্ষাসহ প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছেন। সব মিলিয়ে এটা একটা ভালো প্রযোজনা।’
ধনী বাবার বিদেশি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে ছেলেকে সাহায্য করছেন এক পরিসংখ্যানবিদ। সব হিসেব কি অঙ্কতে মিলবে? এমনই এক রহস্যের সমাধান পাওয়ার যাবে এই টেলিফিল্মে।
এই প্রসঙ্গে অভিনেত্রী অর্ষা বলেন, ‘টেলিফিল্মে অভিনয় করে ভালো সাড়া পাচ্ছি। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে, দেশের উপন্যাসের ওপর ভিত্তি করে কাজটি হয়েছে। নিজেদের গল্পগুলো নিয়ে অনেক দিন কাজ করা হয়নি। এই বিষয়টাকে আমি সাধুবাদ জানাই। মিস্টার কে নিয়ে আমার একটা কনফিউশন ছিল যে, এই গল্পটা এ রকম যে এটা সবাই হুট করে বুঝে উঠতে পারবে না। তারপরও বেশ সাড়া পাচ্ছি।’
পরিচালক ওয়াহিদ তারেক বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। তারপরও প্রচুর ফোন পাচ্ছি এই টেলিফিল্মটি নির্মাণ করে। এতে আমি সত্যিই অবাক হয়েছি।’
বঙ্গ বিডির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, ‘মিস্টার কে ভিন্নধর্মী গল্প। দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছি। কয়েকদিন হলো কনটেন্টটি প্রকাশিত হয়েছে। ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।