Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে সীমিত পরিসরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৯ মে, ২০২১, ২:৪৮ পিএম

রাজশাহীতে করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করা হয়েছে। প্রতিবারের মতো এবার শোভাযাত্রা, ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না। শনিবার সকালে দিবসটি উপলক্ষে রাজশাহী কলেজে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।

কর্মসূচিতেঅংশ নেয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী জেলা পুলিশ, সেনাবাহিনী ও আরআরএফ। এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিকসহ ঊর্ধ্বতন পুলিশ ও সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘ মিশনে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরা হয়। পরে সবার জন্য দোয়া করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ