নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ফিদে বিশ্বকাপ দাবায় কোয়ালিফায়িং এশিয়ান কন্টিনেন্টাল হাইব্রিড দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ডে ফিলিপাইনের লরেঞ্জো কিমুয়েল অ্যারনকে হারালেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান। শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনস্থ বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে ফাহাদ কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে লরেঞ্জের ক্লাসিক্যাল বিশ্লেষণ ধারার বিরুদ্ধে খেলে ৪৯ চালে জয়ী হন। এদিন অষ্টম রাউন্ডের খেলায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ইরানের গ্র্যান্ডমাস্টার গায়েম এহসান মাগামির সঙ্গে ড্র করেন। নিয়াজ কালো ঘুঁটি নিয়ে বোগো ইন্ডিয়ান ধারায় খেলে ৪০ চালে ড্র করেন।
অন্যদিকে বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব উজবেকস্তানের গ্র্যান্ডমাস্টার ভাহিদভ জাহোনগিরের বিপক্ষে ড্র করেন। রাজীব সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার জাহোগিরের গুন্ডফিল্ড ডিফেন্সের বিরুদ্ধে এক্সচেঞ্জ বিশ্লেষণ ধারায় খেলে ভাল অবস্থান পেয়ে যান তবে শেষ পর্যন্ত ৪৩ চালে ড্র হয় খেলাটি।
বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার শাকিল এই রাউন্ডে চাইনিজ তাইপের আন্তর্জাতিক মাস্টার রেয়মন্ড সংয়ের কাছে ও ফিদে মাস্টার সুব্রত ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার দানিয়েল কুইজনের কাছে হেরে যান। শনিবার দুপুর ১২টায় নবম রাউন্ডের খেলা শুরু হবে।
অষ্টম রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ৫ পয়েন্ট অর্জন করেছেন। আট খেলায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে চার পয়েন্ট করে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল চার পয়েন্ট ও ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস সাড়ে তিন পয়েন্ট করে পেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।